Breaking
24 Dec 2024, Tue

স্কুল চলাকালীন ছাত্রীকে দিয়ে শরীর ম্যাসাজ করিয়ে বিতর্কে শিক্ষক

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- স্কুলচলাকালীন শিক্ষকের মাথায় ম্যাসাজ করে দিচ্ছে ছাত্রী। মাথার সঙ্গে ছাত্রীর হাতের কোমলতার স্পর্শ পাচ্ছে শিক্ষকের ঘাড়।এমনই ভিডিও প্রকাশ্যে আসার পরে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমান জেলার পানাগড় এলাকায়। ঘটনাটি পানাগড় বাজার হাইস্কুলের। অভিযুক্ত শিক্ষকের নাম সন্দীপ চট্টোপাধ্যায়। তিনি ওই স্কুলের বাংলার শিক্ষক।ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে সে প্রায় দিনেই স্কুলের পড়ুয়াদের দিয়ে এমন সুবিধা নিয়ে থাকেন বলে অভিযোগ উঠেছে। ছাত্র বা ছাত্রী সকলের থেকেই সমানভাবে এই পরিষেবা গ্রহণ করে থাকেন শিক্ষক সন্দীপ চট্টোপাধ্যায়।যদিও তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ স্বীকার করেননি সন্দীপবাবু। তবে পড়ুয়ারা যে নিয়মিত তাঁর মাথা টিপে দিয়ে থাকে এবং নানা উপায়ে সেবা করে তা অস্বীকার করতে পারেননি তিনি। এই বিষয়ে তিনি বলেছেন, “স্কুলে পড়ুয়াদের মধ্যে আমার জনপ্রিয়তা রয়েছে। রুটিনে অনুযায়ী ক্লাসে যাওয়ার জন্য রওনা দিলেও অন্য ক্লাসের ছেলেমেয়েরা আমায় তাদের ক্লাসে যাওয়ার কথা বলে।”

Developed by