Breaking
24 Dec 2024, Tue

পুলিশ টাকা নেয়! ফাজলামি মেরে বলেছিলাম, খবর করতে নয়: মমতা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ফের সংবাদমাধ্যমকে আক্রমণ করে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ‘কলকাতায় পুলিশকে টাকা দিতে হয়’ মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ‘ফাজলামি মেরে’ বলা হয়েছিল বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী৷ তিনি কখনও চাননি এটা ‘সিরিয়াস নিউজ’ হোক৷

গুরাপের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমকে কাঠগোড়ায় তুলে জানান, ‘‘আমি সাধারণ ভাবে বলতে বলতে ট্রাফিকের নামে পয়সার নেওয়া হয় বলেছিলাম৷ সেটা আমি নিষেধ করেছিলাম৷ বলতে বলতে আমি সুরজিৎকে বলছিলাম কেউ কেউ বলছে কলকাতায় পয়সা পাঠাতে হয়৷ তুমি কি সেই টাকা নাও? এটা আমি বলেছিলাম ফাজলামি মেরে৷ সিরিয়াসলি বলিনি৷ এটা সিরিয়াস নিউজ করার জন্য নয়৷ সুরজিৎ খুব ভালো অফিসার৷ এরকম আরও ভাল অফিসার আমাদের আছে৷ এরা এক পয়সা কারও কাছ থেকে নিয়ে কাজ করে না৷ কিছু ভাল আছে৷ খারাপ লোক আছে৷ এটা নিউজ করার মতন বিষয় নয়৷’’

বলেন, ‘‘কেউ কেউ বলে কী, পুলিশ লেভেলে, অফিসার লেভেলে আমি সবার কথাই বলছি৷ আমি যখন এখানে বসে আছি, আমি সমগ্র পরিবারকে মেনটেন করছি৷ আমাদের কাছে খবর আসে, কেউ কেউ বলে কলকাতায় পাঠাতে হবে৷ কলকাতায় কাকে পাঠাতে হয়? আমি এই কথাটা বলেছিলাম৷ এটা পার্টিকুলার কাউকে বলার জন্য বলার নয়৷ আমি যাদের যাদের এই মেসেজটা দেওয়ার চেষ্টা করছি তারা ঠিক বুঝতে পারছেন৷’’

Developed by