ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- বদলে যাচ্ছে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নাম৷ পরিবর্তে এই ক্রিকেট স্টেডিয়ামের নাম হচ্ছে অরুণ জেটলি স্টেডিয়াম৷ মঙ্গলবার এমনই সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ক্রিকেট কন্ট্রোল বোর্ড৷
দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ) মঙ্গলবার ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নামবদলের সিদ্ধান্তের কথা ঘোষণা করে।অ্যাসোসিয়েশন জানিয়েছে, গত ২৪ সেপ্টেম্বর ডিডিসিএ-র প্রাক্তন প্রেসিডেন্ট অরুণ জেটলি প্রয়াত হয়েছেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতেই নতুন নামকরণ হচ্ছে ফিরোজ শাহ স্টেডিয়ামের। আগামী ১২ সেপ্টেম্বর হবে ওই নামকরণ অনুষ্ঠান।