Breaking
25 Dec 2024, Wed

ঝাড়গ্রামের বিশিষ্ট সঙ্গীতশিল্পী পারমিতা মহন্তের গাওয়া শিক্ষক দিবসের গানের ভিডিও অ্যালবাম প্রকাশিত

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: পেশায় স্কুল শিক্ষিকা, তবে গানই তাঁর প্রাণ। শিক্ষক দিবস উপলক্ষে বেলপাহাড়ীর বাসিন্দা শিল্পী পারমিতা মহন্ত-র গানের ভিডিও প্রকাশ করল অ্যাঞ্জেল ডিজিট্যাল। গানের কথা ও সুর শুভ দাশগুপ্ত। বাংলায় শিক্ষক দিবসের এমন মৌলিক গান এই প্রথম বলে জানালেন শিল্পী ও সুরকার। ৩ সেপ্টেম্বর থেকে ইউটিউবে গানের ভিডিওটি দেখা যাবে।

Developed by