Breaking
25 Dec 2024, Wed

সংঘমিত্র ব্যায়াম সমিতির উদ্যোগে ২৫ জন রোগীর চোখের ছানি কাটাতে নিয়ে যাওয়া হল চৈতন্যপুরে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: ঝাড়গ্রাম শহরের স্টেশন পাড়ার সংঘমিত্র ব্যায়াম সমিতির উদ্যোগে সোমবার ২৫ জন্য প্রবীণ-প্রবীণাকে বাসে করে চোখের ছানি অস্ত্রোপচার করার জন্য হলদিয়ার নিয়ে যাওয়া হল। ক্লাব সূত্রে জানা গিয়েছে, চৈতন্যপুরের বিবেকানন্দ মিশন আশ্রমের নেত্র নিরাময় কেন্দ্রে ওই ২৫ জনের চোখে ছানি কাটানো হবে। কিছুদিন আগে ওই ব্যায়াম সমিতির উদ্যোগে ঝাড়গ্রামে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিবির থেকে ওই ২৫ জনকে অস্ত্রোপচারের জন্য বাছাই করা হয়।

Developed by