Breaking
25 Dec 2024, Wed

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ঝাড়গ্রামে জেলা স্তরের সঙ্গীত প্রতিযোগিতা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: সোমবার ঝাড়গ্রাম তথ্য কেন্দ্রে রাজ্য সঙ্গীত অ্যাকাডেমির জেলা সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হল। প্রতিযোগিতার আয়োজক জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর। প্রদীপ জ্বালিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) পীযুষ গোস্বামী, গোপীবল্লভপুরের বিধায়ক চূড়ামণি মাহাতো, জেলা তথ্য আধিকারিক মহুয়া মল্লিক প্রমুখ। পরে অনুষ্ঠানে আসেন জেলা সভাধিপতি মাধবী বিশ্বাস। অনুষ্ঠানে ছিলেন জেলা মৎস্য কর্মাধ্যক্ষ সুপ্রিয়া মাহাতো, শিক্ষা ও তথ্য কর্মাধ্যক্ষ শান্তি মুর্মু, রাজ কলেজ মহিলা শাখার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুশীলকুমার বর্মন প্রমুখ।জেলা তথ্য আধিকারিক মহুয়া মল্লিক জানালেন, জেলা স্তরের রবীন্দ্রসঙ্গীত ও আধুনিক গানের (১৭ বছর থেকে ২৭ বছর বয়ঃসীমা) প্রতিযোগিতায় ২৮ জন প্রতিযোগী অংশ নেয়। প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীরা রাজ্য স্তরের প্রতিযোগিতায় যাওয়ার সুযোগ পাবেন।

Developed by