Breaking
25 Dec 2024, Wed

ঝাড়খণ্ডে সুবর্ণরেখার গালুডি জলাধার থেকে ছাড়া হল ১ লক্ষ ৬৭ হাজার ৯৫৬ কিউসেক জল, আশঙ্কায় ঝাড়গ্রাম জেলাবাসী

ঝাড়গ্রাম নিউজ ফ্লাশ ডেস্ক: ঝাড়খণ্ডের গালুডি জলাধার থেকে ছাড়া হল ১ লক্ষ ৬৭ হাজার ৯৫৬ কিউসেক জল। এর ফলে ঝাড়গ্রাম জেলায় সুবর্ণরেখা নদীর জল স্তর আরও বাড়ার আশঙ্কা করছে প্রশাসন। তবে ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানী এ জানান, যে পরিমাণ জল ছাড়া হয়েছে, তাতে জলের বিপদসীমা ছোঁয়ার সম্ভাবনা নেই। তবে গোপীবল্লভপুরের বাসিন্দারা জানান, জলস্তর অনেকটাই বেড়েছে। ফলে বাসিন্দাদের মুখেও ঘনাচ্ছে দুশ্চিন্তার মেঘ।

Developed by