Breaking
25 Dec 2024, Wed

দোকানের বোর্ডে অলচিকি

ঝাড়গ্রাম নিউজ ফ্লাশ ডেস্ক: জেলাশাসকের কার্যালয়, জেলা হাসপাতাল সহ ঝাড়গ্রামের বিভিন্ন রাজ্য সরকারি প্রতিষ্ঠানে অলচিকি লিপিতে বোর্ড ও নির্দেশিকা লেখা হয়েছে। এবার বেসরকারি ভাবেও শহরের দোকানে অলচিকি লিপিতে লেখা শুরু হয়েছে। সাঁওতালি ভাষার অলিচিকি লিপি আবিষ্কার করেছিলেন পণ্ডিত রঘুনাথ মুর্মু। আদিবাসীদের দীর্ঘ আন্দোলনের ফলে সাঁওতালি ভাষা ও অলচিকি লিপি সংবিধানের অষ্টম তফসিলে স্থান পেয়েছে।ঝাড়গ্রাম শহরে পৌরসভার উদ্যোগে সাঁওতাল বিদ্রোহের দুই বীর সিধু-কানুর মূর্তি বসেছে। শহরের কিছু ব্যবসায়ী জানালেন, গ্রামাঞ্চলের এমন কিছু আদিবাসী মানুষ আসেন যাঁরা নিজেদের মাতৃভাষায় বেশী স্বচ্ছন্দ। তাদের কথা ভেবে অলচিকি লিপিতে বোর্ড লিখছেন ব্যবসায়ীরা। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে প্রশাসন।

Developed by