Breaking
25 Dec 2024, Wed

পাপোষ চুরি! ঝাড়গ্রামের মধুবন মোড়ে অন্নপূর্ণা রেস্টুরেন্টের সিসিটিভি দেখে হতভম্ব দোকান মালিক

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শেষমেষ পাপোষ চুরি! তাও আবার ভদ্রবাড়ির ছেলে। ছবিতেই অন্তত তাই দেখাচ্ছে। রবিবার রাত পৌঁনে দুটো নাগাদ ঘটনাটি ঘটেছে। সোমবার সকালে ঝাড়গ্রামের মধুবন মোড়ে অন্নপূর্ণা রেস্টুরেন্ট দোকান খুলতে এসে কর্মচারী দেখেন বাইরে থাকা পাপোষটি নেই। সিসিটিভি ফুটেজে দেখে হতভম্ব হন সকলে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, মাঝরাতে দোকানের সামনে পাপোষে দুটি সারমেয় বসেছিল।

গভীর রাতে একটি টোটোতে চেপে আসে এক যুবক। প্যান্ট-শার্ট পরা ওই যুবক দোকানের সামনে বসে থাকা সারমেয়দের তাড়িয়ে দিয়ে পাপোষটি নিয়ে চলে যায়। দোকান মালিক তাপস বেরা বলেন,‘রীতিমত ভালো পোশাক পরা এক যুবক টোটো থেকে নেমে পাপোষ নিয়ে পালিয়ে যাচ্ছেন। গভীর রাতে ঝাড়গ্রাম শহরের বিভিন্ন এলাকায় এভাবেই কিছু যুবক দুষ্কর্ম করে বেড়াচ্ছে। কি অবস্থা ভাবুন?’ সবশেষে কিনা পাপোষ চুরি!

Developed by