Breaking
25 Dec 2024, Wed

জন্মদিনে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে অনাদরে পড়ে রইল মাদার টেরেজা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : গত দু’বছর আগে সাড়ম্বরে পালিত হয়েছিল মাদার টেরেজার মূর্তি বসানোর দিনটি। ঝাড়গ্রাম পুরসভা থেকে লক্ষাধিক টাকা ব্যয় করে সেবার প্রতীক মাদারের মূর্তি বসানো হয়েছিল ঝা়ডগ্রাম জেলা হাসপাতালের জরুরি বিভাগের সামনে। আজ মাদার টেরেজার জন্মদিনে অনাদরে পড়ে রইলেন তিনি। হুশ নেই ঝাড়গ্রাম জেলা হাসপাতালের কর্তৃপক্ষের!

Developed by