Breaking
1 Nov 2024, Fri

স্পেশাল প্রোটেকশন গ্রুপের নিরাপত্তা আর পাবেন না প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :-১৯৮৫ সালে ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের পর প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য তৈরি করা হয় এসপিজি। ১৯৯১ সালে রাজীব গান্ধীর মৃত্যুর পর এসপিজি আইনে পরিবর্তন করে প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের জন্য এসপিজি নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

স্পেশাল প্রোটেকশন গ্রুপের নিরাপত্তা আর পাবেন না প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তার পরিবর্তে তাঁকে দেওয়া হবে জেড প্লাস নিরাপত্তা। এমনটাই জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক নির্দেশিকায়।স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে কেন্দ্রীয় তদন্তসংস্থার সতর্কবার্তার ওপরে ভিত্তি করে কারও নিরাপত্তার ব্যবস্থা করা হয়। কারও ওপরে কতটা হুমিক রয়েছে তার ওপরে ভিত্তি করেই নিরাপত্তা ঠিক করা হয়। মনমোহন সিংকে সিআরপিএফের জেড প্লাস নিরাপত্তা দেওয়া হবে। সূত্রের খবর, নিরাপত্তা নিয়ে খুব বেশি চিন্তিত নন মনমোহন। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা তিনি মেনে নেবেন বলে জানিয়েছেন।

Developed by