Breaking
24 Dec 2024, Tue

হিন্দিভাষী পড়ুয়াদের জন্য সুখবর গড়ে উঠতে চলেছে রাজ্যের প্রথম হিন্দি নতুন বিশ্ববিদ্যালয়

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- হিন্দিভাষী পড়ুয়াদের জন্য সুখবর দিতে চলেছে রাজ্য সরকার৷ গড়ে উঠতে চলেছে রাজ্যের প্রথম হিন্দি নতুন বিশ্ববিদ্যালয়৷ হাওড়ার দাসনগরে এই হিন্দি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠার প্রস্তুতি শুরু হয়েছে বলে খবর৷সোমবার রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে৷ এই অধিবেশনেই হাওড়ায় বাংলার প্রথম হিন্দি বিশ্ববিদ্যালয় নির্মাণের বিষয়ে বিল পেশ করতে চলেছে রাজ্য সরকার৷ এই বিল পাস হয়ে গেলে রাজ্যপালের অনুমোদন পাওয়ার পর তা কার্যকর হবে৷ তবে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার নিরিখে এই বিল পাস করাতে খুব বেশি মাথা ঘামাতে হবে না রাজ্য শাসক দলকে৷ ফলে বিল পাস করিয়ে রাজ্যপালের কাছে প্রস্তাবটি পেশ করা এখন রাজ্য সরকারের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে৷রাজ্যপালের অনুমোদন অনুমোদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের কাজ এ বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে যুদ্ধকালীন তৎপরতা কাজ শুরু হতে পারে বলে খবর৷ বিশ্ববিদ্যালয় নির্মাণে যে পরিমাণ অর্থের প্রয়োজন তা ইতিমধ্যেই জোগাড় করা গিয়েছে বলে নবান্ন সূত্রে খবর৷জানা গিয়েছে, নতুন এই বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে সমস্ত বিষয়ে পড়াশোনা সুযোগ থাকছে৷ এমনকী, অ-হিন্দিভাষীদের জন্যও থাকছে পড়ার সুযোগ৷ যাঁরা হিন্দি পড়তে আগ্রহী তাঁরাও এই বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন৷

Developed by