ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এর ফলে ২৮ অগাস্ট উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তার জেরেই বুধবারের পর থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ থাকবে মেঘলা। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই।এদিকে, সোমবার কলকাতার আকাশ মূলত মেঘলা। বেলার দিকে কয়েক পশলা বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয়বাষ্প থাকায় আদ্রতাজনিত অস্বস্তি থাকবে। সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি। রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৩ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।