Breaking
26 Dec 2024, Thu

রগড়ার মারপিটের ঘটনার পর এমন কামারের ঘা দেওয়া হয়েছে, তাঁরা তৃণমূলে আসার জন্য ছটপট করছে: শুভেন্দু

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: রবিবার সাঁকরাইল ব্লকের রোহিনী হাইস্কুলে ব্লকের বিভিন্ন নেতৃত্ব নিয়ে মিটিং করেন তৃণমূলের ঝাড়গ্রামের দলীয় পর্যবেক্ষক তথা পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারি। তিনি বলেন, রগড়ার মারপিটের ঘটনার পর আর একটাও এমন ঘটনা ঘটেনি। ওই ঘটনার পর এমন কামারেরর ঘা দেওয়া হেয়েছে। এখন তাঁরা তৃণমূলে আসার জন্য ছটপট করেছে। আমরা দেখছিলাম কতদূর বাড়তে পারে। তৃণমূল মার খেলে আমরা চুপ করে বসে থাকব না। কারন আমরা সরকারে রয়েছি। আপনাদের কথা দিচ্ছি, আর ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট হবে না। মাথা উঁচু করে রাজনীতি করুন।

Developed by