Breaking
26 Dec 2024, Thu

রানুর পরবর্তী গন্তব্য বিগ বস, ডাক পাঠালেন ভাইজান

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- কোটি কোটি মানুষের হৃদয় ছুঁয়ে ফেলেছেন রানুর ‘তেরি মেরি’ গান৷ হিমেশ রেশমিয়ার সঙ্গে গান গাওয়ার পাশাপাশি পুজোর গানও গেয়েছেন তিনি৷ রানু মণ্ডল৷ এ যেন এক রূপকথার গল্প৷ ফিরে আসার লড়াই৷ সাফল্যের আস্বাদ৷ সোশ্যাল মিডিয়ায় হাত ধরে চালচুলোহীন রানু মণ্ডল আজ জনপ্রিয়তার শীর্ষে৷ দু’দিন আগেও যাঁর ঠিকানা ছিল রানাঘাটের চার নম্বর প্ল্যাটফর্ম, সেই রানুর উত্থান ঘটে গিয়েছে বলিপাড়ায়৷ রানুর গানে তোলপাড় সোশ্যাল মিডিয়া৷ হিমেশ রেশমিয়ার সঙ্গে গানের সাফল্যের পর এবার রানুর পরবর্তী গন্তব্য বিগ বস৷

Developed by