Breaking
26 Dec 2024, Thu

নরেন্দ্র মোদীকে  দ্য কিং হামাদ অর্ডার অব দ্য রেনেসাঁস পুরস্কারে সম্মান করলেন বাহারিনের রাজা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে বাহারিনে পা রেখেই সম্মানিত হলেন নরেন্দ্র মোদী। তাঁকে দ্য কিং হামাদ অর্ডার অব দ্য রেনেসাঁস পুরস্কারে সম্মান করলেন বাহারিনের হামাদ বিন ইসা আল খলিফা। সংযুক্ত আরব আমিরশাহি থেকে বাহারিনে গিয়েছেন নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী বলেন,’আমি অত্যন্ত সৌভাগ্যবান। সম্মানিত বোধ করছি। ১৩০ কোটি ভারতবাসীর হয়ে সম্মান গ্রহণ করছি। এটা ভারত-বাহারিনের সুনিবিড় বন্ধুত্বের প্রতীক।’

সংযুক্ত আরব আমিরশাহি সরকারকে ধন্যবাদ জানিয়েছ নরেন্দ্র মোদী টুইট করেছেন, ‘অর্ডার অব জায়েদ’ পুরস্কার পেলাম। এটা ব্যক্তিগত সম্মান নয়। ভারতীয় সংস্কৃতি ও আদর্শের জন্য এমন প্রাপ্তি। ১৩০ কোটি ভারতীয়কে উতসর্গ করছি।’ এদিন সংযুক্ত আরব আমিরশাহির যুবরাজ মহম্মদ বিন জায়েদ আল নাহানের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Developed by