Breaking
26 Dec 2024, Thu

নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলা, ২৪ ঘণ্টায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তি জেলাগুলিতে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- শনিবার ছিঁটেফোঁটা বৃষ্টিতে ভিজেছে শহরতলি। ববিবার সকাল থেকেই কলকাতার আকাশ কিছুটা মেঘলা। আবহওয়া দফতরের পূর্বাভাস, সকালে বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা ও পূর্ব মোদিনীপুরে।

এদিকে, ওড়িশার উপকূলবর্তি অঞ্চলে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। এর সঙ্গে যোগ হয়েছে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত। এর ফলেই আগামী ২৪ ঘণ্টায় হালকা ও মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের উপকূলবর্তি ও পশ্চিমের জেলাগুলি। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই।

উল্লেখ্য, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এমনিতেই বৃষ্টির ঘাটতি ছিল। ফলে আমন চাষে সমস্যায় পড়েছিলেন চাষীরা। গত ২ সপ্তাহ ধরে টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তা অনেকটাই কমেছে। ফলে কিছুটা স্বস্তি চাষিদের মধ্যে।

Developed by