Breaking
26 Dec 2024, Thu

আজ বাঙালির সবচেয়ে প্রিয় শহর কলকাতার ৩৩0তম জন্মদিন

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- আজ বাঙালির সবচেয়ে প্রিয় শহরের জন্মদিন। কলকাতার ৩৩0তম জন্মদিন আজ। জোব চার্নকের আগমনের সময় থেকে এতগুলি বছর পেরিয়ে জীবন্ত ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে কলকাতা। আজকের দিনেই নাকি জোব চার্নক প্রথম কলকাতায় পদার্পণ করেন ১৬৯০ সালে। সেই অনুযায়ী ২৪ আগস্টকে কলকাতার জন্মদিন হিসেবে পালন করেন অনেকেই। আজকের দিনটি আদৌ কলকাতার জন্মদিন কিনা, তা নিয়ে ঘনিয়েছে অনেক প্রশ্ন।তবুও এই শহরকে নিয়ে মেতে ওঠার একটা দিন তো বটে। সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে পুরনো কলকাতার নানা ছবি। শতাব্দী প্রাচীন যানবাহন থেকে আম জনতার বেশভূষা, প্রসিদ্ধ খাবারের দোকান, বিখ্যাত অলগলি কিংবা দর্শনীয় স্থান, বাদ যায়নি কিছুই। নেট দুনিয়ায় উৎসাহ-উদ্দীপনা-উন্মাদনা বুঝিয়ে দিচ্ছে বয়স যতই বাড়ুক তা কেবল সংখ্যায়। এ শহরের প্রতি বাঙালির ভালোবাসা একচুলও কমেনি। বরং আগামী দিনে বাড়বে।

Developed by