Breaking
26 Dec 2024, Thu

ঝাড়গ্রাম একলব্য স্কুলে চালু হল অঙ্কের ল্যাবরেটরি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ : ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশন পরিচালিত একলব্য আদর্শ বিদ্যামন্দিরে চালু হল অঙ্কের ল্যাবরেটরি। এদিন দুপুরে স্কুলের প্রধান বিল্ডিং এর দোতলায় অঙ্কের পরীক্ষাগারের ফিতা কেটে অঙ্কের ল্যাবরেটরির উদ্বোধন করেন মুম্বাইয়ের টাটা ইনস্টিটিউট অফ ফাণ্ডামেন্টাল রিসার্চ এর অধ্যাপক স্বামী বিদ্যানাথানন্দাজি। ওই পরীক্ষাগারের নাম দেওয়া হয়েছে ‘আর্যভট্ট ম্যাথামেটিক্স ল্যাবরেটরি’। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার পুলিস সুপার অরিজিৎ সিনহা, ঝা়ড়গ্রামের অতিরিক্ত জেলাশাসক পীযূষ গোস্বামী, রামকৃষ্ণ মিশনের ঝাড়গ্রাম শাখার সম্পাদক তথা বিদ্যালয়ের সম্পাদক স্বামী শুভকরানন্দজি প্রমুখ।

Developed by