Breaking
26 Dec 2024, Thu

মোদীকে সর্বোচ্চ অসামরিক সম্মান দিচ্ছে আমিরশাহি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- ভারত সংবিধানের ৩৭০ ধারা বিলোপ করার পরেই পাকিস্তান বলেছিল, এর বিরুদ্ধে তারা আন্তর্জাতিক জনমত তৈরি করবে। সেইমতো রাষ্ট্রপুঞ্জে ও অন্যত্র ভারতবিরোধী প্রচারও চালিয়েছে পাকিস্তান। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ অসামরিক সম্মান দিচ্ছে সংযুক্ত আরব আমিরশাহি। কিছুদিন আগে তিনটি দেশ সফরে গিয়েছেন মোদী। ফ্রান্স ঘুরে শুক্রবার তিনি পৌঁছেছেন আমিরশাহিতে। এর পরে তিনি যাবেন বাহরিনে।

মোদী আমিরশাহইতে যে সম্মান পাবেন, তার নাম ‘অর্ডার অব জায়েদ’। শেখ জায়েদ বিন সুলতান অল নাহিনের নামে ওই সম্মান দেওয়া হয়। তিনি সংযুক্ত আরব আমিরশাহির প্রতিষ্ঠাতা। তাঁর জন্মশতবর্ষেই মোদীকে অর্ডার অব জায়েদ সম্মান দেওয়া হচ্ছে।

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করার পর পাকিস্তান যখন ভারতের বিরুদ্ধে জোরদার প্রচার চালিয়ে যাচ্ছে, তখন অর্গানাইজেশন অব ইসলামিক কান্ট্রিজের সদস্য দেশ হিসাবে প্রথম ভারতকে সমর্থন করেছিল আমিরশাহি। ভারত ৩৭০ ধারা রদ করার পরদিনই আবু ধাবি থেকে বিবৃতি দিয়ে বলা হয়, এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। আঞ্চলিক বৈষম্য দূর করার জন্য ভারত এই উদ্যোগ নিয়েছে।

আমিরশাহিতে থাকার সময় মোদী সেদেশের যুবরাজ শেখ মহম্মদ বিন জায়েদ অল নাহাইনের সঙ্গে বৈঠকে বসবেন। মোদী শুক্রবার টুইট করে বলেন, আবু ধাবিতে পৌঁছেছি। হিজ হাইনেস ক্রাউন প্রিন্সের সঙ্গে কথা বলব।

Developed by