Breaking
26 Dec 2024, Thu

অরুণ জেটলিজির প্রয়াণে এক জন বন্ধু হারালাম  আমি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি প্রয়াত। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত ৯ অগস্ট থেকে দিল্লির এমসে ভর্তি হন তিনি। সেখানে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। চিকিৎসকদের একটি দল সর্ব ক্ষণ নজর রাখছিলেন তাঁর উপর। সেই অবস্থাতেই শনিবার দুপুর ১২টা ৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে ৬৮ বছর বয়স হয়েছিল অরুণ জেটলির।

এই মুহূর্তে দেশের বাইরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে তিনি লেখেন, ‘অরুণ জেটলিজির প্রয়াণে এক জন বন্ধু হারালাম আমি। ওঁকে জানার সৌভাগ্য হয়েছিল আমার। ওঁর মতো দূরদর্শিতা এবং উপলব্ধি খুব কম জনের রয়েছে। বহু সুখস্মৃতি রেখে গেলেন। আমরা ওঁর অভাব অনুভব করব।’

Developed by