Breaking
26 Dec 2024, Thu

নাসা পাড়ি দিচ্ছেন পুরুলিয়ার মেয়ে অভিনন্দা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- বিশ্বের দরবারে আবার মুখ উজ্জ্বল হল দেশের। সেই সঙ্গে উজ্জ্বল হল বাংলা তথা পুরুলিয়ার মুখ। ছোট থেকেই আকাশ বড় টানত তাকে৷ বিশ্বের ১৮ লক্ষ প্রতিযোগীকে পিছনে ফেলে মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে পুরুলিয়ার অভিনন্দা ঘোষ। আকাশের গণ্ডি অতিক্রম করে মহাকাশকে জানার সুযোগ হাতছানি দিচ্ছে তাকে৷ এতদিনে তৃপ্তি পাবে তার মন৷ মিটবে মহাকাশ নিয়ে তার জ্ঞানের-পিপাসা৷

জানা গিয়েছে, পুরুলিয়ার সেন্ট জেভিয়ার্স কনভেন্টের নবম শ্রেণির ছাত্রী অভিনন্দা ঘোষ, ছোট থেকেই মেধাবী৷ বয়সের সঙ্গে সঙ্গে ক্রমেই বাড়তে থাকে বিজ্ঞানের প্রতি তার ভালবাসা৷ বাবা সজল ঘোষ, উচ্চ বিদ্যালয়ের শিক্ষক৷ মা সুস্মিতা রায়চৌধুরিও শান্তিময়ী উচ্চ বিদ্যালয়ের ইংরেজির শিক্ষিকা৷ বাবা-মায়ের তত্ত্বাবধানে ছোট থেকেই পড়াশোনার পরিবেশে বেড়ে ওঠে শহর পুরুলিয়ার তেলকল পাড়ার অভিনন্দা৷

Developed by