Breaking
1 Nov 2024, Fri

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কবিতা মমতার

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :-ফের আরও একটি কবিতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার ‘বিদায়’ নেওয়ার ইঙ্গিত দিয়ে ‘চিন্তায়’, গবেষণায় থাকার ভাবনা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী৷

মুখ্যমন্ত্রী তাঁর কবিতার মধ্যে যুদ্ধবিরোধী মতামত প্রকাশের মাধ্যমে সুদিন ফেরার বার্তাও তুলে ধরেছেন৷ সন্ত্রাস মুক্তি পৃথিবীর জন্যও সবর হয়েছেন মমতা৷ ‘দম্ভ’ বিদায় নেওয়ার পক্ষেও সওয়াল করেন মমতা৷ একই সঙ্গে শান্তিতে ঘুমাতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করে ভাবনায়, চিন্তায়, গবেষণায় দাগ কেটে রাখারও প্রত্যাশাও জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী৷

মমতা লিখেছেন,

একদিন আসবেই
যেদিন থাকবে না যুদ্ধ।
একদিন আসবেই
সেদিন থাকবে না ঘৃণা।
একদিন আসবেই
যখন পৃথিবী জাগবেই,
সেদিন আসবেই
যবে হবে না নিঃশ্বাস রুদ্ধ।
আসবে আসবে একদিন
যেদিন মুছবে ঘৃণার ঋণ,
আসবে আসবে সেদিন
নব সংস্কারেরর দিন।
সন্ত্রাস বিদায় নেবেই,
লম্ফ-ঝম্ফ-দম্ভ যাবেই।
হয়তো থাকবো না সেদিন,
তবু ভাবনায় থাকবো।
চিন্তায় থাকবো।
গবেষণায় থাকবো।
হয়তো বা শান্তিতে ঘুমাবো।

Developed by