Breaking
26 Dec 2024, Thu

লাফিয়ে বাড়ছে মৃত্যু, কচুয়া-কাণ্ডে তুঙ্গে শাসক-বিজেপি তরজা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- কচুয়া লোকনাথ ধামে পদপিষ্ট হওয়ার ঘটনায় এবার রাজ্যের ঘাড়ে দায় চাপালেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ মন্দির কর্তৃপক্ষকে কাঠগড়ায় তুলে তদন্তের নির্দেশ খ্যাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের৷ কচুয়া-কাণ্ডে শাসক-বিজেপি চাপানউতোরের মধ্যেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৷ আহত অন্তত ২৩ জন৷
কচুয়া দুর্ঘটনার পিছনে রাজ্য সরকারের ভূমিকা কাঠগড়ায় তুলে দিলীপ ঘোষের মন্তব্য, প্রতিবছর কচুয়াই হাজার হাজার পূণ্যার্থী ভিড় করেন৷ সেখানকার সুরক্ষা ব্যবস্থা সরকারের দেখভাল করা উচিত ছিল৷ কিন্তু সরকার সেই কাজ করতে পারেনি৷ দুর্ঘটনায় পুণ্যার্থীদের নিহত হওয়ার মতো মর্মান্তিক ঘটনার দায় রাজ্য সরকারকে নিতে হবে বলেও দাবি করেন তিনি৷ শুধুমাত্র ক্ষতিপূরণ দিয়ে রাজ্য সরকার দায় এড়াতে পারে না বলেও কটাক্ষ দিলীপের৷
অন্যদিকে কচুয়ায় লোকনাথ মন্দির কমিটি কমিটিকে নিশানা করেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ তিনি জানিয়েছেন, মেলা করার আগে মন্দির কর্তৃপক্ষ আমাদের সঙ্গে কোনও যোগাযোগ করেনি৷ আর সেই কারণেই সমস্যা হয়েছে৷ অস্থায়ী দোকান তৈরি হয়েছে৷ প্রশাসনের গাইডলাইন নেমে ব্যবস্থা করা হয়নি৷ গোটা ঘটনায় তদন্ত হবে বলেও তিনি আশ্বাস দেন৷

Developed by