ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- প্রথমে ‘উরি’র সাফল্য। তারপর পুলওয়ামায় জঙ্গি হানা। এরপর পাকসেনার হাতে বন্দি ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের ভারতে ফেরত আসা এবং তখন থেকে ভারত পাকিস্তানের মধ্যে যে উত্তেজনার পরিবেশ রয়েছে, সেখান থেকেই অনেকে মনে করেছিলেন এবার হয়তো যুদ্ধ, জওয়ানদের নিয়ে বলিউডে তৈরি হবে কোনও ছবি। তাই এবার সত্যি হতে চলেছে। ছবির নাম ‘বালাকোট’। এই ছবিতে প্রযোজকের ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন বিবেক। সম্প্রতি নিজেই একথা জানিয়েছেন বিবেক।এই ছবির মাধ্যমেই দেখানো যাবে আমাদের বীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমান কীভাবে সমগ্র ভারতবাসীকে গর্বিত করেছেন। বালাকোট এয়ারস্ট্রাইক ভারতীয় বায়ুসেনা অন্যতম সুপরিকল্পিত হামলা।
তবে শুধু হিন্দি নয়, তামিল ও তেলুগু ভাষাতেও মুক্তি পাবে এই ছবি। চলতি বছরের শেষে জম্মু-কাশ্মীর, দিল্লি ও আগ্রাতে হবে ছবির শ্যুটিং।