ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- কয়েক দিন আগেই খবরের শিরনামে উঠে আসে হুগলি জেলার চুঁচুড়ার বাণীমন্দির স্কুলের নাম,সেখানে মিড ডে মিলে পড়ুয়াদের নুন-ভাত খেতে দেওয়ার ঘটনার পর থেকেই এই মিড ডে মিল সংক্রান্ত অভিযোগ চরমে ওঠে।রাজ্যের একাধিক স্কুলে মিড ডে মিল নিয়ে বিস্তর অভিযোগ ছাত্র-ছাত্রী তথা অভিভাবকদের। কোথাও ঠিকমতো খাবার না দেওয়া, তো কোথাও খাবারের মান নিয়ে অভিযোগ।তাই এ বার কড়া পদক্ষেপ নিল নবান্ন। কলকাতা ছাড়া রাজ্যের বাকি জেলার সব স্কুলে একটা নির্দিষ্ট খাবারের মেনু ঘোষণা করে দেওয়া হলো। এই মেনু অনুযায়ীই খাবার দিতে হবে স্কুলগুলিকে। জানানো হয়েছে, সোমবার থেকেই এই নতুন মেনু অনুযায়ী দিতে হবে খাবার।নির্দেশিকায় স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, যে মেনু শিক্ষা দফতরের তরফে দিয়ে দেওয়া হয়েছে, সেই মেনু অনুযায়ী খাবার দিতে বাধ্য স্কুলগুলি। এই মেনুতে নতুন সংযোজন মাছ। এর আগে মিড ডে মিলে ডিম দেওয়া হলেও মাছ এই প্রথম অন্তর্ভুক্ত করা হয়েছে। জানানো হয়েছে, মাছ ও ডিম দুইই দিতে হবে মিড ডে মিলে।