Breaking
26 Dec 2024, Thu

হনুমানদের আক্রমণ নয়, আগলে রেখে খাবার তুলে দিলেন ঝাড়গ্রামে রঘুনাথপুরের বাসিন্দা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বন্যপ্রাণী লোকালয়ে ঢুকে পড়লে মানুষজন উদগ্রীব হয়ে তাড়া করে। জঙ্গল ছেড়ে হাতি বেরিয়ে এলে জীবনের ভয়ে তাড়া করেন। আজ উল্টো ছবি ধরা পড়ল ঝাড়গ্রাম জেলা শহরে রঘুনাথপুরে দুটি হনুমানকে দেখে। তাদের নিয়ে মেতে উঠলেন রঘুনাথপুরের বাসিন্দারা। হনুমান দুটি চলে আসার কারণই হচ্ছে জঙ্গলে খাবার না থাকা। তাদের ভয় না পেয়ে সামনে গিয়ে তাদেরকে খাবার-জল বাড়িয়ে দিচ্ছে অর্জুন ,রাজা, সিরাজ ,সমিরন, সন্তু, সুমন । আজ অন্য মানবিকতার নজিরের সাক্ষী রইল শহরবাসী।

Developed by