ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচিতে সিভিক ভলান্টিয়ারদের দিয়ে তোলা তুলছে পুলিসের একাংশ। বদনাম হচ্ছে রাজ্য সরকার। দিঘায় প্রশাসনিক বৈঠকে ক্ষোভ উগরে দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,’ভুরি ভুরি অভিযোগ আসছে তাঁর কাছে। অবিলম্বে বিষয়টি দেখুন।’ এদিন প্রশাসনিক বৈঠকে মমতা বলেন,’পুলিসের সুবিধা হবে বলে সিভিক ভলান্টিয়ার নিয়েছিলাম। আইসি নির্দেশ দিচ্ছে, যা গিয়ে টাকা তুলে নিয়ে আয়। সুযোগের মিসইউজ করছে। সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি সচেতনতা জন্য নেওয়া হয়েছে।’নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন,’কোলাঘাট টু দিঘা প্রচুর ট্যুরিস্ট আসে। ট্রাফিক জোনে থাকবে সিসিটিভি। সেন্ট্রালি মনিটরিং করুন। দরকারে একটা নোডাল অফিসার রাখা হোক।’