Breaking
28 Dec 2024, Sat

কর্মসূত্রে চেন্নাই যাওযার সময় নিখোঁজ ঝাড়গ্রামের বিনোদ কুমার দাস

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স : কর্মসূত্রে চেন্নাই যাওযার সময় খড়গপুর থেকে নিখোঁজ বছর ২৩ এর বিনোদ কুমার দাস। তার পরিবারের কাছ থেকে জানা গেছে, ২৯/০৭/২০১৯ সকাল ১০ টার সময় বিনোদ কুমার দাস চেন্নাই এ কাজে যাবে বলে বাড়ি থেকে বেরােয়। তারপর থেকেই তার আর কোন খোঁজ মিলছে না,পরনে ছিল আকাশী রঙ্গের টি শার্ট ও সাদা কালো ট্রাকশুট। বিনোদ বেলিয়াবেড়া থানার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা,পিতা-হীরালাল দাস। সকল পাঠক বন্ধুদের কাছে অনুরোধ কেউ যদি বিনোদ কুমার দাসের খোঁজ পান তবে এই নম্বরে ( ৮২৫০৩৪৮১৫৭ ) যোগাযোগ করুন। অথবা আমাদের সঙ্গে (ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ /৭৬৯৯৮৪৭৮৪৭)যোগাযোগ করতে পারেন।

Developed by