Breaking
27 Dec 2024, Fri

চিচিড়ায় কাপড় দোকানে বিধ্বংসী আগুন লাগায় এলাকায় বিচ্ছিন্ন করা হল বিদুৎ পরিষেবা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বুধবার সকালে জামবনি ব্লকের চিচিড়ার সাহা বস্ত্রালয় কাপড় দোকানে বিধ্বংসী আগুন লেগে যায়। ঝাড়গ্রাম থেকে দমকলের ২টি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। এলাকায় বিচ্ছিন্ন করা হল বিদুৎ পরিষেবা। এলাকা ঘিঞ্জি হওয়ায় যে কোন মুহূর্তে বড় বিপদ হতে পারে তাই বিদ্যুৎ পরিষেবা আপাতত বন্ধ করা হয়েছে।

Developed by