ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- কয়েক ঘণ্টা পরেই পাক (Pakistan) তারকা ক্রিকেটার হাসান আলির (Hasan Ali) বিয়ে। তার আগে টুইটারে নিজের ছবি পোস্ট করলেন তিনি। লিখলেন, ‘‘অবিবাহিত হিসেবে শেষ রাত্রি। সামনের দিকে তাকিয়ে।” মঙ্গলবার দুবাইয়ে ভারতীয় তরুণী ‘এমিরেটস এয়ারলাইন্স’-এর ফ্লাইট ইঞ্জিনিয়ার শামিয়া আরজুর সঙ্গে গাঁটছড়া বাঁধবেন হাসান। তাঁর এহেন টুইটের উত্তরে তাঁকে অভিনন্দন জানান সানিয়া মির্জা (Sania Mirza)। সেই সঙ্গে একটি বিশেষ অনুরোধও করেছেন তিনি। তিনি লিখেছেন, ‘‘অভিনন্দন হাসান। তোমাদের দু’জনকে সারা জীবনের জন্য ভালবাসা ও সুখে থাকার কামনা। এবার আমাদের তোমরা ‘নান্দোস’-এর থেকেও ভাল ট্রিট দেবে।” প্রসঙ্গত ‘নান্দোস’ একটি দক্ষিণ আফ্রিকান চেন রেস্তোরাঁ।বেশ কয়েক সপ্তাহ ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল হাসান ও শামিয়ার প্রেমের সম্পর্ক নিয়ে। গত মাসেই অনেকে দাবি করেছিলেন পাক পেসার ভারতীয় তরুণীকে বিয়ে করতে চলেছেন।গত ৩০ জুলাই হাসান আলি টুইট করে জানিয়ে দিয়েছিলেন, বিয়ের ব্যাপারটা এখনও পাকা হয়নি। এবং তিনি এব্যাপারে দ্রুত ঘোষণা করবেন।কথামতোই পরে তিনি এব্যাপারে বিশদে জানান সকলকে। পাকিস্তানের গুজরানওয়ালায় এক সংবাদ সম্মেলনে হাসান আলি জানিয়ে দেন, ‘‘আমাদের পরিবার বিষয়টিকে চুপিসারেই সেরে ফেলতে চেয়েছিল। কিন্তু যেহেতু বিষয়টি সংবাদমাধ্যমের গোচরে চলে আসে তাই আমি সিদ্ধান্ত নিই একটি ঘোষণা করতে যাতে আমার বিয়ে নিয়ে আর গুঞ্জন না শোনা যায়।” তিনি জানিয়ে দেন, ‘‘আমি কালো ও লাল শেরওয়ানি স্যুট পরব। আর ও ভারতীয় পোশাকে সজ্জিত হবে।”