Breaking
26 Dec 2024, Thu

শিলিগুড়িতে ৩.৮৭ কোটি টাকার সোনা উদ্ধার

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:-ফের শিলিগুড়িতে বিদেশ থেকে বেআইনিভাবে পাচার করা সোনা উদ্ধার হল। গতকাল রাতে শিলিগুড়ির গোলাতুলি মোড়ে ফুলবাড়ি-ঘোষপুকুর বাইপাসের উপর একটি গাড়ি থেকে ৯.৯৬ কেজি ওজনের ৬০টি সোনার বিস্কুট উদ্ধার করে রাজস্ব গোয়েন্দা সংস্থা। উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য প্রায় ৩.৮৭ কোটি টাকা। ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, মায়ানমার থেকে ওই সোনা মিজোরামে ঢুকেছিল। আইজলের তিন যুবক সেই সোনা সড়ক পথে কলকাতায় নির্দিষ্ট করা হ্যান্ডলারের কাছে পৌঁছে দিতে যাচ্ছিল।

Developed by