ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- প্রয়াত হলেন বলিউডের বর্ষীয়ান সঙ্গীত পরিচালক খৈয়ম। সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। দীর্ঘদিনের কেরিয়ারে তিনি সৃষ্টি করেছেন একের পর এক অনবদ্য গান।জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন ‘কভি কভি’, ‘উমরাও জান’-এর মতো ছবিতে সঙ্গীত পরিচালনা করা খৈয়ম। গত ১৫ অগাস্ট ফুসফুসের সংক্রমণ নিয়ে মুম্বইয়ের সুজয় হাসপাতালে ভর্তি হন তিনি। হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন খৈয়ামের শারীরিক অবস্থা সঙ্কটজনক বলেই জানান চিকিৎসকেরা।হাসপাতালের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, “শ্বাসকষ্টের সমস্যা ও কিছু বার্ধক্যজনিত সমস্যা নিয়ে কয়েক দিন আগে ভর্তি করা হয় খৈয়মকে। সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ মৃত্যু হয়েছে তাঁর।”মহম্মদ জাহুর হাসমিকে ‘খৈয়াম’ নামেই সবাই পরিচিত। মাত্র ১৭ বছর বয়সে লুধিয়ানাতে সঙ্গীত নিয়ে কাজ শুরু করেন তিনি। প্রথম সুযোগই পেয়েছিলেন উমরাও জান-ছবিতে কাজ করার। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। বলিউডে পাকাপাকি ভাবে জায়গা করে ফেলেন তিনি। বলিউডে বহু বিখ্যাত ছবিতে সুর দিয়েছেন খৈয়ম। তার মধ্যে ‘কভি কভি’, ‘উমরাও জান’ ছাড়াও উল্লেখযোগ্য হলো ‘ত্রিশূল’, ‘নুরি’, ‘শোলা অউর শবনম’ প্রভৃতি।