Breaking
26 Dec 2024, Thu

প্রয়াত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- দীর্ঘ রোগভোগের পর প্রয়াত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র। আজ সকালেই দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৮২ বছর বয়সী এই রাজনীতিক। ক্যানসারে ভুগছিলেন তিনি। কয়েক মাস ধরেই চিকিৎসা চলছিল তাঁর। তিনি কংগ্রেসের নেতা ছিলেন। একসময় কলেজে অধ্যাপনা করেছেন।এদিন তাঁর মৃত্যুর খবরে বিহারে শোকের ছায়া। সমবেদনা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি বলেন, জগন্নাথ মিশ্রজি ছিলেন একজন বিখ্যাত নেতা ও শিক্ষাবিদ। তিনি চলে যাবার পরেও বিহার তথা সারা দেশের রাজনীতিতে অবিস্মরণীয় কিছু অবদান রেখে গিয়েছেন। তাঁর শেষকৃত্য করা হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মধ্যে। তাঁর মৃত্যুতে বিহারে তিন দিন শোক পালিত করা হবে।

Developed by