Breaking
26 Dec 2024, Thu

কলেজের পার্টটাইম শিক্ষকদের বেতন কাঠামো ঘোষণা, প্রতি বছর ইনক্রিমেন্ট

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- স্কুলের পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভের মধ্যেই কলেজের আংশিক সময়ের শিক্ষকদের বেতন বাড়াল রাজ্য সরকার। এখন থেকে সব রকমের আংশিক সময়ের শিক্ষকদের একই নামে ডাকা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন হাওড়ার শরৎ সদনে জেলার প্রশাসনিক বৈঠকের একেবারে শেষের দিকে এই ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “এখন থেকে পার্ট টাইম, কনট্রাক্চুয়াল হোল টাইম, গেস্ট লেকচারার, এদের সবাইকে স্টেট এডেড কলেজ টিচার করা হবে। যাঁদের ইউজিসির চাহিদা মতো যোগ্যতা রয়েছে তাঁদের ১০ বছর কাজ করলে ৩০ হাজার, ১০ বছরের কম কাজ করলে ২৬ হাজার টাকা করে বেতন হবে। আরযাঁদের সেই যোগ্যতা নেই তাঁরা ১০ বছর কাজ করলে ২০ হাজার টাকা ও বাকিরা মাসে ১৫ হাজার টাকা করে পাবেন। আরযাঁরা এখনই এই টাকার থেকে বেশি পান, তাঁদের পে প্রটেকশন দেওয়া হবে।” মুখ্যমন্ত্রীর দাবি, সরকারের এই সিদ্ধান্তের ফলে আংশিক সময়ের কলেজ শিক্ষকরা বেশ কিছু সুবিধা পাবেন। এর ফলে ব্যাঙ্ক থেকে ঋণ পাওয়ারও সুবিধা হবে।এখানেই শেষ নয়, এদিন মমতা জানান, স্টেট এডেড কলেজ টিচারদের অবসরের সময়ে গ্র্যাচুয়িটির পরিমাণ বাড়ানো হচ্ছে। এটা এক লাখ টাকা থেকে বেড়ে তিন লাখ টাকা হচ্ছে। এখন প্রতি তিন বছর অন্তর পাঁচ শতাংশ হারে আংশিক সময়ের কলেজ শিক্ষকদের বেতনবৃদ্ধি হয়। এবার সেটা ফি বছর তিন শতাংশ হারে বাড়বে। খুব শীঘ্রই এনিয়ে বিজ্ঞপ্তি জারি করবে শিক্ষা দফতর।এদিন একই সঙ্গে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, আংশিক সময়ের শিক্ষকদের এখন থেকে সরকারি নিয়ম মেনে ক্লাস নিতে হবে। নতুন নিয়মে কোনও কলেজ আলাদা করে সরকারের অনুমতি না নিয়ে শিক্ষক নিতে পারবেন না।পরে এনিয়ে সাংবাদিক সম্মেলন করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, এখন বিভিন্ন কলেজ তাদের মতো করে আংশিক সময়ের শিক্ষকদের পারিশ্রমিক দিয়ে থাকে। এটা বন্ধ করতেই এই সম্মান দিতে উদ্যোগী হয়েছে সরকার। উল্লেখ্য, এখন কলেজ নিজস্ব তহবিল থেকে আংশিক সময়ের শিক্ষকদের বেতন দিয়ে থাকে। কিন্তু সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো চালু হলে সেই অর্থ কলেজই দেবে নাকি রাজ্য সরকার কোনও বিশেষ ব্যবস্থা করবে, সেটা স্পষ্ট করে বলেননি মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী।

Developed by