Breaking
25 Dec 2024, Wed

এক ফর্মেই পেনশন, নতুন নিয়ম চালু করে বিজ্ঞপ্তি রাজ্যের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- কলেজের আংশিক সময়ের শিক্ষকদের বেতন কাঠামো ঘোষণার দিনেই রাজ্যের সরকারি কর্মীদের জন্যে সুখবর শোনাল নবান্ন। পেনশন নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার থেকে অবসর নিতে চলা কর্মীদের হাজারো ফর্ম পূরণের চাপ কমল। একটি মাত্র ফর্ম পূরণ করলেই চালু হবে পেনশন। এই সিদ্ধান্তের জেরে উপকৃত হবেন লক্ষাধিক সরকারি কর্মী।

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন প্রক্রিয়া সরলিকরণের দাবি অনেক দিনের। এখন পেনশনের জন্য মোট ১৬টি ফর্ম পূরণ করে জমা দিতে হয়। এবার আর ১৬টা ফর্ম নয়, একটি ফর্ম জমা দিলেই হবে। একটি ফর্মের মধ্যেই অবসরের আগে যাবতীয় তথ্য লিখে দিতে পারবেন সরকারি কর্মীরা।

Developed by