Breaking
1 Nov 2024, Fri

বিশ্ব ফটোগ্রাফি দিবস আজ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ছবি হলো ১০০০ টি শব্দের প্রতিরূপ। কোন কিছু বলে বা লিখে যত সহজে বােঝানাে যায়, ছবির মাধ্যমে তা আরও সহজে সম্পূর্ণ হয়। মানুষের মনে কথার থেকে ছবি অনেক বেশি প্রভাব ফেলে। ছবি তােলাটা অনেকের কাছেই একটা ফ্যাসিনেশন বা প্যাশন। কেউ শখে ছবি তুলে আবার কেউ কেউ এটাকে পেশা হিসেবে বেছে নিয়েছে। ছবি তোলা পাগল প্রেমী শহর থেকে শহরতলি সর্বত্রই তাদের ক্যামেরার মাধ্যমে ফুটিয়ে তোলে অনেক না বলা গল্পের। একটি ছবি বুঝিয়ে দেয় হাজারে হাজার শব্দকে। আর এই ছবি প্রেমী মানুষদের জন্য প্রতিবছরই ১৯ আগস্ট পালন করা হয় ‘বিশ্ব আলোকচিত্র দিবস’। সারা পৃথিবীতে সবাই বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করে এই দিনটি।

Developed by