Breaking
24 Dec 2024, Tue

শনিবার রাতে ঝাড়গ্রাম শহরের প্রাণকেন্দ্র সুভাষ পার্ক রোডে দুটি পৃথক মোবাইল দোকানে ছাদ ভেঙে চুরির চেষ্টা, নিরাপত্তা নিয়ে উঠে গেল প্রশ্ন

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম শহরের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন তুলে দিল শনিবার রাতে দুটি ঘটনার পর। শনিবার রাতে ঝাড়গ্রাম শহরের প্রাণকেন্দ্র সুভাষ পার্ক রোডে দুটি পৃথক মোবাইল দোকানের ছাদ অর্থাৎ এসবেস্টস ভেঙে চুরির চেষ্টা করে চোরের দল। পূজা টেলিকম ও রবীন্দ্র টেলিকম নামে দুটি দোকানেই ঘটনা দুটি ঘটে। যদিও চোরের দল কিছু ব্যবস্থা করতে পারেনি। কারণ দোকানে সিসিটিভি ছিল। সবচেয়ে বড় প্রশ্ন ওই জায়গায় ঝাড়গ্রাম জেলাশাসক, কোর্ট চত্বরের মত দুটি গুরুত্বপূর্ণ জায়গা সহ অদূরেই পুলিশ কর্তাদের বাংলো রয়েছে। তা সত্ত্বেও কিভাবে সকলের নজর এড়িয়ে চোরের দল একাজ করল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। চুরি করতে না পারলেও ছাদ ভেঙে ফেলার ফলে বৃষ্টির জল দোকানে ঢুকে দোকানের নানা সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের প্রাণকেন্দ্রে এহেন ঘটনায় যথেষ্ট উদ্বেগ ছড়িয়েছে ব্যবসায়ীদের মধ্যে।

Developed by