Breaking
24 Dec 2024, Tue

শ্রাদ্ধানুষ্ঠানে আমন্ত্রিতদের হাতে চারাগাছ তুলে দিলেন পরিজনেরা, পরিবেশ রক্ষার বার্তা ঝাড়গ্রামের বিতান দাসের পরিবারের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ‘একটি গাছ একটি প্রাণ’, প্রতি বাড়িতে গাছ লাগান। এই ভাবনাকে সামনে রেখেই রঘুনাথপুরের বাসিন্দা বিতান দাসের মা সত্যবালা দাসের শ্রাদ্ধানুষ্ঠানে আমন্ত্রিতদের হাতে চারাগাছ তুলে দিলেন পরিজনেরা। চারাগাছ তুলে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন ঝাড়গ্রামের রঘুনাথপুরের বাসিন্দা বিতান দাস। দুঃখানুষ্ঠানে এ ধরনের সচেতনতা বার্তা পেয়ে চমকে যান সকলেই। এদিন প্রায় ৩০০ জন নিমন্ত্রিতদের হাতে চারাগাছ তুলে দেন বিতান দাসের পরিবারের লোকজনেরা।

Developed by