Breaking
24 Dec 2024, Tue

মোদী জমানায় খাদির বিক্রিতে রেকর্ড, লাফিয়ে লাফিয়ে বাড়ছে চাহিদা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :- হু হু করে বাড়ছে খাদির পোশাকের বিক্রি। গত পাঁচ বছরে বিক্রি বেড়েছে ১৪৫ শতাংশ। নরেন্দ্র মোদী জমানায় বিক্রি এতটাই বেড়েছে যে টার্নওভার প্রায় ৭৫ হাজার কোটি টাকা।

এই বিক্রির পিছনে প্রধানমন্ত্রীর অবদানও দেখছেন সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞরা। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই-ইনকেও খাদির ‘মোদী জ্যাকেট’ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ছবি টুইটারে পোস্টও করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। সংবাদ সংস্থা পিটিআই জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খাদি পোশাকের বিক্রিতে জোয়ার এনেছেন। মোদীকে দেখে খাদি কিনছেন দেশের যুবকরা। নয়াদিল্লিতে খাদির সাতটি দোকানে প্রতিদিন ১৪০০ পোশাক বিক্রি হচ্ছে।

এবার সেই একই দাবি করল খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন। কেভিআইসি জানিয়েছে, খাদির বিক্রিতে ৭৪ হাজার ৩২৩ কোটি টাকা টার্নওভার হয়েছে। ২০১৪-১৫ আর্থিক বছরের প্রেক্ষিতে এই বৃদ্ধি ১৪৫ শতাংশ। সেই বছরে বিক্রি ছিল ১,৩১০.৯ কোটি টাকা। ২০১৮-১৯ আর্থিক বছরে বিক্রি ৩,২১৫.১৩ কোটি টাকা।

Developed by