Breaking
24 Dec 2024, Tue

যোগীরাজ্যে প্রকাশ্য দিবালোকে সাংবাদিককে গুলি করে হত্যা!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :- গুলি করে খুন করা হল উত্তরপ্রদেশের সাহরানপুরের এক সাংবাদিক এবং তাঁর ভাইকে। যোগীরাজ্যে দিনদুপুরেই নিজের বাড়িতেই এই ভাবে খুন হতে হল সাংবাদিককে। অভিযোগ দীর্ঘ দিন ধরেই তাঁকে এবং তাঁর ভাইকে খুনের হুমকি দেওয়া হচ্ছিল। কিন্তু তাতেও পুলিশ কোনও ভূমিকা নেয়নি বলে ওই সাংবাদিকের পরিবার সূত্রে অভিযোগ।

দীর্ঘদিন ধরেই প্রতিবেশীর সঙ্গে ওই সাংবাদিকের ঝামেলা হয় বলে খবর পুলিশসূত্রে। বাড়ির পার্শ্ববর্তী স্থানে গোবর রাখা নিয়ে বচসা বাঁধে। সাংবাদিকের পরিবারের অভিযোগ, খুনের নেপথ্যে রয়েছেন ওই প্রতিবেশীই। পুলিশসূত্রে খবর, যে সাংবাদিককে খুন করা হয়েছে তাঁর নাম আশিস জানওয়ানি। এবং তাঁর ভাইয়ের নাম আশুতোষ জানওয়ানি। মহিপাল নামের তাঁদের ওই প্রতিবেশী বাড়িতে ঢুকে গুলি করে খুন করে আশিস এবং তাঁর ভাইকে।

Developed by