Breaking
25 Dec 2024, Wed

বাজ পড়ার হাত থেকে বাঁচতে ‘দামিনী অ্যাপ’

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- আপনারা জানেন ভারতের অনেক মানুষই মারা যান বজ্রপাতের কারণে। তারই সমস্যা সমাধানের চেষ্টা চলছিল অনেকদিন ধরেই। অবশেষে ‘ দামিনী – Damini Lightning Alert ’ নামক একটি ফ্রি মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটিরিওলজি ( আই আই টি এম -IITM) । এই মোবাইল এপ্লিকেশন টি আপনাকে বাজ পড়ার ৩০ থেকে ৪৫ মিনিট আগে সাবধান করে দেবে। অ্যাপটি লঞ্চ করেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বিজয় ভাটকর আই আই টি এম (IITM) পুনের ৫৭ তম প্রতিষ্ঠা দিবসে । এই মোবাইল এপ্লিকেশন টির নাম হলো দামিনী এটি গুগল প্লে স্টোরে পাওয়া যাবে একদম বিনামূল্যে।আবহবিদরা অবশ্য বলছেন, বজ্রপাত থেকে বাঁচতে সচেতন হওয়া বেশি জরুরি। ‘দামিনী’ অ্যাপে সেই উপায়ের উল্লেখও রয়েছে।

Developed by