Breaking
25 Dec 2024, Wed

ফেয়ার ওয়েদার ব্রীজ জলমগ্ন,বেলিয়াবেড়া থেকে মহুলি পর্যন্ত বিচ্ছিন্ন যাতায়াত

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ফেয়ার ওয়েদার ব্রীজ জলমগ্ন। তাই গোপীবল্লভপুর ২ ব্লকের বেলিয়াবেড়া থেকে কইমা, মহুলি পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন। জল ঠেলে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন মানুষজন।
দুটি গ্রামে যাওয়ার একমাত্র রাস্তার উপর ডুলুং নদীর ফেয়ার ওয়েদার ব্রীজ রয়েছে। গতকাল থেকেও টানা বৃষ্টির জেরে যা ডুবে গিয়েছে। যোগাযোগ ব্যাবস্থা বিচ্ছিন হওয়ায় সমস্যায় সাধারণ মানুষ।

Developed by