Breaking
24 Dec 2024, Tue

দীঘায় বহু প্রতীক্ষিত বিশ্বমানের কনভেনশন সেন্টারের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দীঘার বহু প্রতীক্ষিত বিশ্বমানের কনভেনশন সেন্টারের উদ্বোধন হতে চলেছে। বর্তমানে শেষ মুহূর্তের কাজ চলছে নবনির্মিত দীঘা কনভেনশন সেন্টারের। আগামীকাল সোমবার ১৯ আগস্ট মুখ্যমন্ত্রী দীঘা সফরে আসছেন। ২০ তারিখ মঙ্গলবার তাঁর এই কনভেনশন সেন্টারের উদ্বোধন করার কথা রয়েছে। মুখ্যমন্ত্রীর এখানেই প্রশাসনিক বৈঠক করার কথাও রয়েছে। ২০১৭সালের ১১ জুলাই মুখ্যমন্ত্রীর হাত ধরে কনভেনশন সেন্টারের শিলান্যাস হয়েছিল।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নিউ দীঘায় ওড়িশা সীমান্তের কাছে রতনপুর মৌজায় নগররোন্নয়ন দপ্তরের উদ্যোগে ৫.৫ একর খাস জায়গার উপর এই কনভেনশন সেন্টার গড়ে উঠেছে। এখানে এক হাজার আসনবিশিষ্ট বাতানুকূল অডিটরিয়াম থাকছে। রয়েছে ৩০০আসনের কনফারেন্স রুম। থাকবে উন্নত মানের ফুড কর্নার, মাল্টি ফেসিলিটি রেস্তরাঁ। থাকছে গাড়ি পার্কিংয়ের উন্নত ব্যবস্থা। টেলি যোগাযোগেরও উন্নত ব্যবস্থা থাকবে। ভিআইপি লাউঞ্জ, সুইমিং পুলের পাশাপাশি এখানে রয়েছে অতিথি আপ্যায়নের জন্য ৫৬টি গেস্ট রুম। স্পা ব্লক, চিলড্রেন পার্ক, জিম, ব্যাঙ্কোয়েট হল, ঝাঁ চকচকে শৌচালয়, ২৪ ঘণ্টা পরিস্রুত পানীয় জলের ব্যবস্থাও থাকবে। এছাড়া আরও উন্নত ধরনের নানা পরিকাঠামো থাকবে। এখানে যেমন প্রশাসনিক বৈঠক করা যাবে, তেমনই দেশ-বিদেশের বণিক মহল এখানে সভা করতে পারবে। কর্পোরেট উপযোগী পরিকাঠামোর রূপ দিতে সব মিলিয়ে ৭৫কোটি টাকা খরচ হয়েছে বলে জানা গিয়েছে।
এদিকে জেলা প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, কনভেনশন সেন্টার পরিচালনার জন্য কোনও সংস্থাকে দায়িত্ব দেওয়া হতে পারে। কনভেনশন সেন্টারের ভাড়া কত হবে, অনলাইন বুকিং, নাকি স্পট বুকিংয়ের ব্যবস্থা থাকবে, তা নিয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর সফরের পরই সবকিছু চূড়ান্ত হবে।
কাঁথির সংসদ সদস্য তথা দীঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থার চেয়ারম্যান শিশির অধিকারী বলেন, এটি মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্প। দীঘাকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য বহুদিন ধরেই চেষ্টা করে আসছেন মুখ্যমন্ত্রী। বিশ্বমানের এই কনভেনশন সেন্টার দীঘাকে সাজানোর উদ্যোগকে অনেক ধাপ এগিয়ে দেবে। অন্যদিকে, ওল্ড দীঘায় ভিআইপিদের জন্য উন্নয়ন সংস্থার পক্ষ থেকে উন্নতমানের অতিথিশালা তৈরি করা হয়েছে। ঝাঁ¬-চকচকে তিনতলাবিশিষ্ট ওই অতিথিশালা তৈরি করতে সাড়ে আট কোটি টাকা খরচ হয়েছে বলে উন্নয়ন সংস্থা সূত্রে জানা গিয়েছে। ২০তারিখ মুখ্যমন্ত্রীর হাত ধরে সেই অতিথিশালার উদ্বোধন হওয়ার কথা।

Developed by