Breaking
25 Dec 2024, Wed

মানিকপাড়ার কুমারীতে আড়াই একর জায়গায় চারাগাছ লাগাল ঝাড়গ্রাম জেলা পুলিশ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মানিকপাড়ার কুমারীতে আড়াই একর জায়গার উপর বিভিন্ন ধরনের চারাগাছ লাগাল ঝাড়গ্রাম জেলা পুলিশ। এদিন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা, অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো, ডিএসপি(হেড কোয়ার্টার) বিষ্ণুপদ বেরা, ডিএসপি(ডিএন্ডটি) দেবরাজ ঘোষ, ডিএসপি(ট্রাফিক) পারভেজ সরফরাজ, মানিকপাড়া বিট হাউসের ওসি এবং ঝাড়গ্রাম বনবিভাগের এডিএফও রা উপস্থিত ছিলেন।

Developed by