Breaking
25 Dec 2024, Wed

এ বার রাজীব গান্ধী খেলরত্ন পাচ্ছেন বজরং পুনিয়া

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- বিখ্যাত কুস্তিগীর বজরং পুনিয়া (Bajrang Punia) এ বার পাচ্ছেন রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার ২০১৯ (Rajiv Gandhi Khel Ratna 2019)। দেশের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার এই রাজীব গান্ধী খেলরত্ন। আইএনএস-এর সঙ্গে কথা বলা সূত্রের খবর, টানা কুস্তির মঞ্চে সাফল্য ও দেশের জন্য সম্মান নিয়ে আসা পুনিয়াকে এ বার খেলার সর্বোচ্চ সম্মানে সম্মানিত করা হচ্ছে। ভারতের রেসলিং ফেডারেশন পুনিয়া ও ভিনেশ ফোগতের নাম পাঠিয়েছিল। পুনিয়া সদ্য বিলিস গ্রাপ্রিঁর মেনস ফ্রি স্টাইল প্রতিযোগিতায় ৬৫ কেজি বিভাগের ফাইনালে সোনা জিতেছিলেন ইরানের পেইমান বিবানিকে হারিয়ে। এ ছাড়া চিনে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপও জিতে নিয়েছিলেন এক নম্বর কুস্তিগীর।

Developed by