Breaking
25 Dec 2024, Wed

রাত ১০টা থেকে কলকাতা ও সংলগ্ন এলাকায় অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- মুষলধারে বৃষ্টিতে কলকাতা জলে থই থই। রাস্তায় যানজট। তবে এখানেই শেষ হচ্ছে না ভোগান্তি। রাত ১০টা থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস মিলছে কলকাতা-সহ সংলগ্ন এলাকায়। রাত ১০টা থেকে কলকাতা ও সংলগ্ন এলাকায় শুরু হতে চলেছে বৃষ্টির সম্ভাবনা। মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকায় স্থানীয়ভাবে উল্লম্ব মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হবে বলে জানা গিয়েছে। বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনায়। তবে উত্তর ২৪ পরগনার বারাসত ও বনগাঁ মহকুমায় বৃষ্টির তীব্রতা কম থাকবে। আগামিকাল সকাল ১০টা পর্যন্ত বৃষ্টিপাত চলবে। তারপর বৃষ্টিতে রাশ টানবে।

Developed by