Breaking
25 Dec 2024, Wed

অভিশপ্ত ভিক্টোরিয়া! স্ত্রীর জন্মদিনের আনন্দ কাড়ল বজ্রাঘাত

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ছিল স্ত্রীর জন্মদিন। জন্মদিন উদ্যাপনে আল দম্পতি পরিকল্পনা করেছিলেন আজ কিছুটা সময় কাটাবেন ভিক্টোরিয়ায়। কারণ এই ভিক্টোরিয়ায় ছিল তাঁদের গোপনে প্রেমের ঠিকান৷ বিয়ের পর তাঁরা সিদ্ধান্ত নিয়েছিলেন, আজ জন্মদিনটা সেখানেই উদযাপন করবেন। কিন্তু হল না। মাথার উপর বাজ পড়ে ভেস্তে গেল গোটা পরিকল্পনা। চুরমার সমস্ত স্বপ্ন। বজ্রাঘাতে মৃত্য স্বামীকে আগলে আর্তনাদ গৃহবধূর৷ খোদ কলকাতায় বজ্রপাতে মৃত্যু।

Developed by