Breaking
25 Dec 2024, Wed

সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে প্রাণে বাঁচলেন প্রাথমিক শিক্ষক অঞ্জন দাস

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : একেই বলে কপাল! এ যেন সাক্ষাৎ মৃত্যু। হটাৎ চোখের সামনে দেখলেন পাঁচিল ভেঙে পড়ল আস্ত একটা শালগাছ। বিদ্যুতের খুঁটি থেকে ঝলসে উঠল আলো। আর দুটোর মাঝে তিনি। চারিদিকে তখন অন্ধকার। কিছুই বুঝে উঠতে পারলেন না প্রাথমিক শিক্ষক অঞ্জন দাস। যে কোন মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটে যেত। কিন্তু তা ঘটেনি। ঘটনাটি ঘটেছিল বৃহস্পতিবার রাত ৯:৫০ মিনিট নাগাদ ঝাড়গ্রাম শহরের জেলখানা মোড় থেকে জেলাশাসক কার্যালয় যাওয়ার রাস্তায়। পুলিশ ক্যান্টিনের বিপরীতে জেলা ভূমি সংস্কার দপ্তরের মধ্যে থাকা শালগাছ ভেঙে বিপত্তি ঘটে। সাময়িক হতচকিত হয়ে যাওয়ার কিছুক্ষণ পর তিনি আসতে আসতে সেখান থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন।

Developed by