Breaking
26 Dec 2024, Thu

ATM থেকে SBI কার্ড ছাড়া উঠছে না টাকা, চরম ভোগান্তি বেলপাহাড়ীর মানুষজনের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ATM থেকে SBI কার্ড ছাড়া উঠছে না টাকা। চরম ভোগান্তির শিকার বেলপাহাড়ীর মানুষজন। বাসিন্দারা জানিয়েছেন, বেলপাহাড়ীতে SBI এর একটি ATM কাউন্টার রয়েছে। গত ১০-১২দিন হল SBI ATM কার্ড ছাড়া আর টাকা উঠছে না। যার ফলে অন্য ব্যাঙ্কের ATM টগকা সত্ত্বেও মানুষ টাকা তুলতে পারছেন না। টাকা না পেয়ে চরম সমস্যায় সাধারণ মানুষ। এমনকি পর্যটন স্থল হিসেবে খ্যাত বেলপাহাড়ীতে পর্যটকরাও অসুবিধার মধ্যে পড়েছেন।

Developed by